হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেট নগরীর ৩৯ নং ওয়ার্ডের টুকেরবাজারস্থ হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে অবস্থিত স্কুল ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।
হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন এবং আব্দুল্লাহ আল নোমানের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুকেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ খলিলুর রহমান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, টুকেরবাজার ইউনিয়নের সাবেক মেম্বার এনামুল হোসেন, রাশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ময়নুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য নেওয়াজ উদ্দিন, অভিভাবক সদস্য আতাউর রহমান মল্লিক।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুয়েল আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুস শুকুর, তৃপ্তি শোভা নাথ, শিক্ষক আব্দুর রহমান খোরাসানী, মরিয়ম জেসমিন, রীপা চক্রবর্তী, রোহিতাশ্ব তালুকদার, মোঃ জাকারিয়া, এহসানুল হক, আল্পনা তালুকদার, নিলুফা ইয়াসমিন, সোহরাব হোসেন, খলিলুর রহমান, সুজন চন্দ্র দে, জাবেদ আহমদ, সুস্মিতা দাস, খাদিজা বেগম সুমি, হানিফ মোহাম্মদ জামিল, নজরুল ইসলাম, শামীম আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। খেলাধুলা মন ও শরীরির সুস্থ রাখে। সুস্থ দেহ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা লেখাপড়ার একটি অংশ। তাই ক্রীড়াঙ্গনে নিজেকে তৈরি করে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি