সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, উদ্দেশ্য কি?

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, উদ্দেশ্য কি?

সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, উদ্দেশ্য কি?
অনলাইন ডেস্ক

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক হিসেবে মধ্যপ্রাচ্যের প্রথম সফরে সোমবার সৌদি আরবে পৌঁছেছেন।

রুবিওর বিমানটি তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেখানে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানসহ সৌদি নেতাদের সাথে দেখা করবেন বলে জানা গেছে।

ইউক্রেনে মস্কোর আগ্রাসন বন্ধের লক্ষ্যে আগামী দিনে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি হিসেবে রুবিও সৌদি আরবে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন কলের পর এই সফর শুরু হয়েছে। যেখানে ট্রাম্প বলেছিলেন, “আমাদের নিজ নিজ দলগুলো অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

সূত্র: আরব নিউজ

বিডি প্রতিদিন