সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
কাতারে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান
অনলাইন ডেস্ক
চিকিৎসক, প্রকৌশলী, আইটি পেশাদার ও নার্সসহ বাংলাদেশি পেশাদারদের নিয়োগ করার জন্য কাতার সরকারের প্রতি আজ সোমবার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
এ প্রসঙ্গে তিনি কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যাতে তারা সম্ভাব্য নিয়োগের জন্য পেশাদারদের সাথে দেখা করতে পারেন।
আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাস্কাটে ৮ম ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) চলাকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সাথে বৈঠককালে পররাষ্ট্র উপদেষ্টা এই আহ্বান জানান।
বৈঠককালে, পররাষ্ট্র উপদেষ্টা কাতার সরকারকে তার দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
পররাষ্ট্র উপদেষ্টা কাতারের বিনিয়োগকেও স্বাগত জানান এবং উভয় নেতা বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করার জন্য কাতারের বেসরকারি খাত থেকে বাংলাদেশে সফরের গুরুত্ব তুলে ধরেন।
দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ‘সামুদ্রিক অংশীদারিত্বের নতুন দিগন্তে যাত্রা’ প্রতিপাদ্য নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনের শেষ দিনে অংশগ্রহণ করেন। মো. তৌহিদ হোসেন আগামীকাল দেশে ফিরবেন।
সূত্র : বাসস
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি