ড. সাদিকের সেই শখের ল্যান্ড ক্রুজারের মূল্য মাত্র ২ কোটি!

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

ড. সাদিকের সেই শখের ল্যান্ড ক্রুজারের মূল্য মাত্র ২ কোটি!

ড. সাদিকের সেই শখের ল্যান্ড ক্রুজারের মূল্য মাত্র ২ কোটি!

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিকের সেই বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়িটি নিলামে উঠানো হয়েছে।

 

সাদিকের গাড়িটির বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। কিন্তু সেই গাড়িতে সর্বোচ্চ দর পাওয়া গেছে ২ কোটি ১০ লাখ টাকা। এই দর দিয়েছেন ফারাজ আবদুর রহিম নামের এক ব্যক্তি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তার এই গাড়ির দরপত্র খোলা হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন তৎকালীন সংসদ সদস্যরা। সরকারের পটপরিবর্তনের পর গত ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাতে এই গাড়িগুলো ফেলে যান সাবেক সংসদ সদস্যরা। সাবেক সংসদ সদস্যদের ২৪টিসহ এ দফার প্রথম নিলামে মোট ৪৪টি গাড়ি নিলামে বিক্রির জন্য তোলা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউস এই নিলাম করে।

আমলা থেকে রাজনীতিতে এসেই সুনামগঞ্জ-৪ আসন থেকে এমপি হন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। পটপরিবর্তনের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। আওয়ামী লীগের এই দুই নেতার শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি আগামী সপ্তাহেই নিলামে তুলে চট্টগ্রাম কাস্টমস।

এদিকে সামাজিক মাধ্যম ও মানবিক কাজে সরব থেকে এক সময় তুমুল জনপ্রিয়তা পাওয়া ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সতন্ত্র প্রার্থী হয়ে সাংসদ হন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে। দ্বাদশ সংসদের ৫০ জন এমপির মধ্যে তিনিই একমাত্র, যিনি শুল্ক–কর দিয়ে কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি খালাস করেছেন।