সিলেটে দুই তরুণীর সাথে দুই তরুণ আটক

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

সিলেটে দুই তরুণীর সাথে দুই তরুণ আটক

সিলেটে দুই তরুণীর সাথে দুই তরুণ আটক

নিজস্ব প্রতিবেদক

সিলেটে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের মধ্যে দুইজন তরুণী ও দুইজন তরুণ। আটককৃতরা হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করছিল বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যাত্রীসেবা হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মুরাদপুর গ্রামের আলমগীর মিয়া (৩১), একই থানার রহমতপুর গ্রামের আজিজুল মিয়া (২৫) এবং হালিমা আক্তার (২০) ও ইয়াছমিন (২৫) নামের দুই তরুণী।

প্রসঙ্গত, এর আগে সিলেট মহানগরীর কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বেশ কয়েকজন নারী ও পুরুষকে আটক করে ডিবি পুলিশ।