সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
কাতারের আমিরকে বরণে প্রথা ভেঙে বিমানবন্দরে মোদি
অনলাইন ডেস্ক
দুই দিনের সফরে ভারতে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে বরণ করতে বিমানবন্দরে ছুটে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি ধ্রুপদি মুর্মু ও মোদির সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির।
সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে ভারতের প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে যেতে দেখা যায় না। তবে, প্রথা ভেঙে কাতারের আমিরকে বরণ করেছেন মোদি।
নিজেই এক্স অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন মোদি। সেখানে লিখেছেন, বিমানবন্দরে গিয়েছিলাম, আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে। ভারতে তার ফলপ্রসু সফর ও তার সঙ্গে কাল বৈঠকের প্রত্যাশা করছি।
ভারত সফরে উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে এসেছেন কাতারের আমির। এতে আছেন কয়েকজন মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক নেতা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার প্রথমে রাষ্ট্রপতি ভবনে ধ্রুপদি মুর্মুর সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। এরপর হায়দরাবাদ হাউজে মোদির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দ্বিতীয়বারের মতো ভারত সফরে এলেন শেখ তামিম বিন হামাদ আল-থানির। এর আগে ২০১৫ সালে নয়াদিল্লিতে এসেছিলেন তিনি।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি