সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে সিটির জয়ের সম্ভাবনা ১ শতাংশ : গার্দিওলা
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে কঠিন সময় পার করছে ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বের ম্যাচে ভালো করতে না পারায় শেষ ষোলোয় সরাসরি খেলা নিশ্চিত করতে পারেনি দলটি, এ কারণে খেলতে হচ্ছে প্লে অফে। তাও আবার লড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদের মতো প্রতিপক্ষের বিপক্ষে। লস ব্লাঙ্কোসদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে ৩-২ গোলে হারায় এমনিতেই ব্যাকফুটে সিটিজেনরা। দ্বিতীয় লেগের ম্যাচে এবার কার্লো আনচেলত্তির দলের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল।
সান্তিয়াগো বার্নাব্যু রিয়ালের ঘরের মাঠ। এই মাঠে গিয়ে রিয়ালকে হারানো সহজ কথা নয়। আর প্রতিযোগিতা যখন চ্যাম্পিয়ন্স লিগের তখন রিয়াল এক প্রকার অপ্রতিরোধ্য। এ কারণে দ্বিতীয় লেগের ম্যাচে বার্নাব্যুতে সিটির জয়ের খুব বেশি সম্ভাবনা দেখছেন না গার্দিওলা।
রিয়ালের ঘরের মাঠে এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে সিটি জিততে পেরেছে কেবল এক ম্যাচে। সেই জয়ও এসেছিল ২০২০ সালে।
এবারের ম্যাচকে সামনে রেখে গার্দিওলা বলেন, এই অবস্থায় (৩-২ ব্যবধানে পিছিয়ে) বার্নাব্যুতে জয়ের ব্যবধান… সবাই জানে, ম্যাচের আগে যদি জিজ্ঞেস করেন, পরের ধাপে যাওয়ার কত শতাংশ সম্ভাবনা আছে, বলব ১ শতাংশ অথবা জানি না কী বলব।
তবে তার দল সবটুকু দিয়ে চেষ্টা করবে জানিয়ে তিনি বলেন, আমাদের যতটুকু সম্ভাবনা আছে, আমরা চেষ্টা করব, এটা নিশ্চিত। সম্ভাবনা কম, কারণ (প্রথম লেগে) আমাদের ফলাফল ভালো ছিল না, পাঁচ মিনিট বাকি থাকতে ২-১ ব্যবধান ছিল, এমন কিছু থাকলে অন্যরকম হতো। কিন্তু ২-৩ ব্যবধানে সম্ভাবনা কম, তবে যতটুকু সম্ভাবনা থাকবে, আমরা তা কাজে লাগানোর চেষ্টা করব এবং তারপর দেখব কী হয়।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি