সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন নবির
অনলাইন ডেস্ক
পরিকল্পনা ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে দেবেন প্রায় তিন মাস আগে ৪০ পেরুনো, আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি। কিন্তু ৪০ যেন তার কাছে কেবলই একটি সংখ্যা। তার ফিটনেস দেখে যে কেউ বলবেন তিনি হয়তো ২৮-৩০ বছর বয়সের এক যুবক। ২২ গজে দাপিয়ে বেড়ানোর জন্য যথেষ্ট ফিট আছেন এই আফগান অলরাউন্ডার। জাতীয় দলে পারফর্ম করার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও খেলে বেড়াচ্ছেন নিজস্ব গতিতে। সবকিছু ঠিকঠাক থাকলে আরও ২-৩ বছর খেলা চালিয়ে যেতে পারবেন বলেও ধারণা করা যাচ্ছে।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অনেক আগেই। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছাড়বেন ওয়ানডেটাও, কয়েকদিন আগেই এমন ঘোষণা দিয়েছিলেন নবি। তবে এখন আবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। সাবেক ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর অবসরের বিষয়ে ‘এখনও ভাবছেন’ বলে জানিয়েছেন এই ক্রিকেটার। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে আর যতগুলো ম্যাচই খেলেন না কেন, তার মধ্যে অন্তত একটি ম্যাচ নিজের ছেলে হাসান ইশাখিলের সঙ্গে মাঠে নামতে চান নবি।
গত বছর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন হাসান। ভবিষ্যতে তার সঙ্গে জাতীয় দলে একটি ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করে নবি বলেন, ‘এটা আমার স্বপ্ন। আশা করি, আমরা এটা সত্যি করতে পারব। হাসান খুব ভালো করছে…সে খুব পরিশ্রমী, আমিও তাকে পরিশ্রম করতে বলি।’
ছেলের জন্য অবশ্য কোনো লক্ষ্য বেঁধে দেননি নবী, ‘আমি চাই সে নিজে তার লক্ষ্য ঠিক করুক। যদি সে শীর্ষ পর্যায়ের ক্রিকেটার হতে চায়, ৫০–৬০ রান যথেষ্ট নয়, আপনাকে এক শর বেশি রান করতে হবে। সে আমার কথা শুনে ও নিজেকে সব সময় এগিয়ে নিতে চায়। যখন আমার সঙ্গে কথা বলে, আমি তাকে ম্যাচের জন্য আত্মবিশ্বাস দেবে এমন পরামর্শ দিই।’
কবে অবসর নেবেন, এমন প্রশ্নের উত্তরে নবি বলেন, ‘এটা হয়তো আমার শেষ আন্তর্জাতিক ওয়ানডে নয়। হয়তো কম ওয়ানডে খেলব ও তরুণদের সুযোগ করে দেব। আমি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, হয়তো হাই–লেভেল ম্যাচগুলো খেলব, দেখা যাক। আমার ফিটনেসের ওপরই নির্ভর করবে।’
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি