সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
রোনালদোবিহীন ম্যাচে জয়হীন আল নাসর
অনলাইন ডেস্ক
ইরানি ক্লাব পার্সেপোলিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আল-নাসর। সোমবার ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এদিন একাদশের বাইরে ছিলেন দলের দুই বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জন ডুরান। বড় দুই তারকাকে সরিয়ে রাখার অভিজ্ঞতা ভালো হলো না সৌদি প্রো লিগের ক্লাবটির।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পশ্চিমাঞ্চলীয় গ্রুপ থেকে আগেই পরের রাউন্ড নিশ্চিত করে রেখেছিল আল নাসর। ক্লাবটির গ্রুপ পর্বের পরের ম্যাচগুলো সে কারণে ছিল নিয়মরক্ষার। পাশাপাশি বেঞ্চ টিমকে পরীক্ষা নেওয়ার সুযোগও পায় আল নাসর। যে কারণে দলের দুই বড় তারকা জন ডুরান ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রামে পাঠায় সৌদি প্রো লিগের ক্লাবটি।
রোনালদো ও ডুরানকে স্কোয়াডের বাইরে রাখায় আল নাসরের আক্রমণভাগ দুর্বল হয়ে পড়ে। যার ফলে কোচ পিওলিকে কৌশলগত পরিবর্তন আনতে হয়। ম্যাচ চলাকালীন সাদিও মানের মতো খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর নির্ভর করতে হয় সমর্থকদের। সেই নির্ভরতা শেষ পর্যন্ত তাদেরকে ফল এনে দিতে পারেনি।
পয়েন্ট ভাগাভাগির ফলে পশ্চিমাঞ্চলীয় গ্রুপে পার্সেপোলিস আপাতত অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে আল নাসর আছে তৃতীয় স্থানে। শীর্ষে আল আহলি।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি