চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তড়িঘড়ি দেশে ফিরলেন ভারতের বোলিং কোচ

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তড়িঘড়ি দেশে ফিরলেন ভারতের বোলিং কোচ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তড়িঘড়ি দেশে ফিরলেন ভারতের বোলিং কোচ
অনলাইন ডেস্ক

 

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই পর্দা উঠছে মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির। বরাবরের মতো এবারও হটফেভারিট দল ভারত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে।

জানা গেছে, মেগা টুর্নামেন্টের প্রস্তুতি ছেড়ে দেশে ফিরে যেতে হয়েছে বোলিং কোচ মর্নি মর্কেলকে। মূলত, বাবার মৃত্যুর খবর শুনেই দেশে ফিরে গেছেন মরকেল। প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে তড়িঘড়ি করে দুবাই ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।

গেল ১৫ ফেব্রুয়ারি ভারতীয় দলের সঙ্গে দুবাই পৌঁছান মরকেল। মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি অনুশীলন সেশনেও অংশ নেন। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন জশপ্রীত বুমরাহ। স্বভাবতই ধার কমেছে ভারতীয় বোলিং লাইন আপের। বুমরাহ না থাকায় ভারতের পেস অ্যাটাকের নেতৃত্ব থাকবে মোহাম্মদ শামির হাতে। তাই দলের সেরা বোলিং অস্ত্রকে নিয়ে দীর্ঘক্ষণ অনুশীলনে পড়ে থাকছিলেন মর্কেল। যেহেতু চোট সারিয়ে ফিরেছেন এই পেসার, তাই পুরোদমে বোলিংয়ের পাশাপাশি তার ফিটনেসের দিকেও নজর রাখতে হচ্ছিল বোলিং কোচকে। কিন্তু টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচের আগেই মর্কেলের চলে যাওয়ায় ধাক্কা খাবে মেন ইন ব্লুর প্রস্তুতি।

সোমবার প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকাকে ভারতীয় দলের অনুশীলনে দেখা যায়নি। তারপর থেকেই জল্পনা শুরু হয়, কেন অনুশীলনে আসেননি বোলিং কোচ? সন্ধ্যা গড়াতে জানা যায়, পিতৃবিয়োগ হয়েছে মর্কেলের। তাই দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হয়েছে তাকে। পিতৃশোক কাটিয়ে আবার কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন, সেই তথ্যও জানা যায়নি। বোলিং কোচের পরামর্শ ছাড়াই বাংলাদেশ ম্যাচে হয়তো নামতে হবে রোহিত শর্মাদের।

বিডি প্রতিদিন