চৌহাট্টায় ছি ন তা ই, বন্দরবাজার থেকে যুবক আ*ট*ক

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

চৌহাট্টায় ছি ন তা ই, বন্দরবাজার থেকে যুবক আ*ট*ক

চৌহাট্টায় ছি ন তা ই, বন্দরবাজার থেকে যুবক আ*ট*ক

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট নগরীর চৌহাট্টায় ছিনতাইয়ের ঘটনায় বন্দরবাজার থেকে এক ছিনতাইকারী যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল পৌণে ৮টার দিকে দেলোয়ার খান (৩৪) নামের ওই যুবককে আটক করা হয়।

আটক দেলোয়ার খান সিলেট নগরীর টিবি গেইট অনামিকা ২৫ নম্বর বাসার উসমান খানের ছেলে। বর্তমানে সে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় বসবাস করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ১৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সংলগ্ন ছাত্রাবাসের সামনে আমেনা বেগম (৬০) নামের এক নারী ছিনতাইয়ের শিকার হন।

সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা ছোরা ধরে তার কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যমানের এক জোড়া স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়।

মঙ্গলবার সকাল পৌণে ৮টার দিকে বন্দরবাজার জেল রোড এলাকা থেকে কোতোয়ালী পুলিশ ছিনতাইয়ের অভিযোগে দেলোয়ার খান নামের ওই যুবককে গ্রেফতার করে। ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, দেলোয়ার খানের কাছ থেকে ছিনতাইকৃত টাকা থেকে ১ হাজার ২০ টাকা উদ্ধার ও ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।