সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
কৃষি উদ্যোক্তা বাছাইয়ে সিলেটে অংশীজনের সঙ্গে কর্মশালা
প্রেস বিজ্ঞপ্তি
কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য
সিলেটে অংশীজনের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপন অধিদপ্তরের উপসচিব এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. আব্দুল্লাহ আল ফারুক।
কর্মশালায় সিলেট জেলার নানা পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট শতাধিক উদ্যোক্তা অংশ নেন। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপোর্ট এবং প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট কনসালটেন্ট ড. মোঃ মাহবুব আলম।
তিনি জানান, সারা বাংলাদেশে সকল উদ্যোক্তাদের মধ্যে যাচাই বাছাই করে ২০ হাজার জনকে কৃষি উদ্যোক্তা হিসেবে পুরষ্কৃত করা হবে, এর মধ্যে নারী উদ্যোক্তা ১২ হাজার ও যুবক উদ্যোক্তা থাকবেন ৮ হাজার জন। সেরা উদ্যোক্তাদের প্রশিক্ষন, ইনকিবউশন, যন্ত্রপাতি সহায়তা, প্রকল্প সহায়তাসহ বাজার সংযোগেও তাদেরকে নানান সহযোগিতা করে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।’
কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক সিলেট জেলার উপ- মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা ও সিলেটের সিনিয়র মার্কেটিং অফিসার আবু সালেহ মোঃ হুমায়ুন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি