সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বিশ্বনাথে সরকারি কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ
অনলাইন ডেস্ক
সিলেটের বিশ্বনাথে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে সিলেট জেলার অধীনস্থ কলেজসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বনাথ সরকারি কলেজ ক্যাম্পাসে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দী বলেছেন, তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বিগত ১৫ বছরে বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মকে রাজনীতিবিমুখ করা হয়েছে। আগামী দিনে বাংলাদেশে ‘ছাত্রদল’ বিএনপির ছাত্র সংগঠন হবে সুসংগঠিত হবে। আমরা একটি আন্দোলনে সফল হয়েছি বলেই শেখ হাসিনার পতন হয়েছে।
তিনি আরোও বলেন, দেশ ও দলের ক্রান্তিকালে যারা রাজপথে নিজেদেরকে প্রমাণ করেছেন, এখন সময় এসেছে তাদেরকে মূল্যায়ন করার। বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হবে। দেশ, জনগণ ও দলের প্রয়োজনে সকল লড়াই সংগ্রামে ছাত্রদল অতীতের ন্যায় আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সহ সভাপতি সুহেদুল ইসলাম সুহেদ, যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তামিম, তাজুল ইসলাম সাজু, সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ, আব্দুল মুকিত জাহাঙ্গীর, মিফতাউল ইসলাম রাশেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা।
অনুষ্ঠানে এসময় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি