সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনও পরিকল্পনাই নয়: মার্কিন সিনেটর
অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা দখলের যে পরিকল্পনা করছেন, তার বাস্তবায়ন কোনওভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য রিচার্ড ব্লুমেন্থাল।
এ সময় গাজা উপত্যকার পুনর্গঠন বিষয়ক নতুন পরিকল্পনা আনতে আরব অঞ্চলের নেতাদের আহ্বান জানান তিনি।
ব্লুমেন্থাল ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির একজন জ্যেষ্ঠ নেতা।
সোমবার ইসরায়েল সফরে গিয়েছেন ব্লুমেন্থালসহ সিনেটের ছয় সদস্য। এদের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক— উভয় দলের সিনেটর রয়েছেন। ব্লুমেন্থাল ছাড়া বাকি ছয় সিনেটর হলেন- লিন্ডসে গ্রাহাম, শেলডন হোয়াইট হাউস, জনি আর্নস্ট, অ্যাডাম স্কিফ এবং অ্যান্ডি কিম। শেলডন হোয়াইট হাউস এবং অ্যান্ডি কিম ডেমোক্রেটিক পার্টির।
ইসরায়েলে পৌঁছানোর পর দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এক সংবাদ সম্মেলন করেন মার্কিন সিনেটররা।
এতে ট্রাম্পের গাজা দখল করার পরিকল্পনার কঠোর সমালোচনা করে ব্লুমেন্থাল বলেন, “আমি কোনও রাখঢাক না রেখে একদম সোজাসুজি বলছি— ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনও পরিকল্পনাই নয়। এটি পুরোপরি একটি অ-পরিকল্পনা এবং যদি এর বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে গোটা মধ্যপ্রাচ্য বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।”
তিনি বলেন,“গাজা দখলের জন্য সেনা পাঠানোর যে ঘোষণা তিনি দিয়েছেন— সেই সেনাবাহিনী চলে জনগণের করের টাকায়। করদাতাদের অর্থে এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা তার জন্য অসম্ভব হবে।”
আরব অঞ্চলের নেতাদের গাজা পুনর্গঠন সংক্রান্ত একটি পরিকল্পনা হাজির করার আহ্বান জানিয়ে ব্লুমেন্থাল বলেন, “আমি জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাকে বলেছেন, আরব অঞ্চলের নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে শিগগিরই এমন একটি পাল্টা পরিকল্পনা হাজির করবেন, যা মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বাস্তবসম্মত হবে এবং ফিলিস্তিনিদের স্বাধীকারের অধিকারকে সমুন্নত রাখবে।”
তিনি আরও বলেন, “আমি সেই পরিকল্পনাটি উপস্থাপনের জন্য আরব নেতাদের আহ্বান জানাচ্ছি। যদি সত্যিই তারা একটি বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে তা হবে এই অঞ্চলের জন্য গেম-চেঞ্জার।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সিনেটর লিন্ডসে গ্রাহাম সিনেটর রিচার্ড ব্লুমেন্থালের বক্তব্যকে সমর্থন করে বলেন, “একজন আইনপ্রণেতা হিসেবে বলছি- সিনেট ও প্রতিনিধি পরিষদের (পার্লামেন্টের নিম্নকক্ষ) অল্প কয়েকজন সদস্য ট্রাম্পের গাজা বিষয়ক পরিকল্পনাকে সমর্থন করেন। অন্যান্যরা এই ইস্যুতে প্রেসিডেন্টের সঙ্গে নেই।” সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি