সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১
অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষায় করোনার নতুন একটি টিকার ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।
বিবিসির চিকিৎসাবিষয়ক সম্পাদক ফেরগুস ওয়ালস বলেন, ব্রিটেনে পাওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধেও প্রথমবারের মতো নভোভ্যাক্স নামের এই টিকা ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে।
এ সফলতাকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এখন এই টিকার অনুমোদন দেওয়া যায় কিনা তা মূল্যায়ন করবেন।
ব্রিটেন এই টিকার ছয় কোটি ডোজ ইতিমধ্যে নিশ্চিত করেছে। চলতি বছরের মাঝামাঝিতে যা সরবরাহ করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তবে এর পুরোটাই নির্ভর করছে ব্রিটেনের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রণ সংস্থা এমএইচআরএর অনুমোদনের ওপর। ইতিমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক ও মডার্না—তিনটি করোনার টিকার অনুমোদন দিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে তাদের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর।
১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার মানুষের ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি