সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১
অনলাইন ডেস্ক :: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী এসসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন-২০২১ এর ২য় দিনে ‘নারীর ক্ষমতায়ন ও বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক আলোচনা সভা শুক্রবার সন্ধ্যা ৬টায় মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী বলেন, সিলেটের নারী উদ্যোক্তাদের এ জাগরণ দেখে তিনি অভিভূত। নারীরা আজকে সকল বাঁধা-বিপত্তি পেরিয়ে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। যা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, বর্তমান করোনাকালীন সময়ে নারী উদ্যোক্তাদের জন্য জননেত্রী শেখ হাসিনা ২৭শ কোটি টাকা প্রণোদনা বরাদ্দ দিয়েছেন। এ টাকা সহজে পাওয়ার ব্যাপারেও আমরা আগ্রহী নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত রয়েছি। তিনি বলেন, সিলেটের ব্যাংকগুলোতে ডিপোজিট বেশী, সে তুলনায় এখানে ঋণ প্রদান করা হচ্ছে না। তিনি সিলেটে ঋণ কর্মসূচী বৃদ্ধির জন্য ব্যাংকগুলোকে আহবান জানান। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রী নারী উদ্যোক্তাদের কল্যাণে আগামীতে সরকারের পক্ষ থেকে আরো উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বারের নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহবায়ক সামিয়া বেগম চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নারী উদ্যোক্তাবৃন্দ এবং অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও আলোচনা সভার পূর্বে নারী উদ্যোক্তাদের জীবনের গল্প নিয়ে “উদ্যোক্তা কথন” পর্বে বক্তব্য রাখেন সফল নারী উদ্যোক্তাবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, আমরা নারী উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাতে এ সম্মেলনটি আয়োজন করেছি। তিনি সম্মেলনটি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য স্পন্সর প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতি বছর সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার ছাত্র-ছাত্রী বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করছে, কিন্তু পর্যাপ্ত শিল্প প্রতিষ্ঠান না থাকায় আমরা তাদেরকে কাজে লাগাতে পারছি না। তিনি সিলেটে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি সিলেটের নারী উদ্যোক্তাদের উন্নয়নে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মাসুদ আহমদ চৌধুরী, মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, হুমায়ুন আহমদ, মো. আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, মো. আমিনুজ্জামান জোয়াহির, সাবেক সিনিয়র সহ সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক মো. হিজকিল গুলজার, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, সৈয়দ এপতার হোসেন পিয়ার, নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির যুগ্ম আহবায়ক মধুমিতা ইসলাম ও হেলেন আহমদ, সাব কমিটির সদস্যবৃন্দ, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক, সরকারী-বেসরকারী উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংকার, সাংবাদিক ও নারী উদ্যোক্তাবৃন্দ।
সভা সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি