সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১
স্পোর্টস ডেস্ক
ক্রিকেটকে ‘গুডবাই’ বলার আগেই জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার
আবদুর রাজ্জাকের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হলেন এ তারকা স্পিনার।
জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে এখন থেকে সাকিব-তামিমদের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুর রাজ্জাক।
রাজ্জাকের নতুন দায়িত্বপ্রাপ্তিতে বেশ খুশি বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
রাজ্জাকের উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন– ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভকামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, সেটি হলো– তুই ক্রিকেট কত গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ। এতদিন বাঁ হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিস্কের, যা নিয়ে কোনো দিনও আমার সংশয় ছিল না। অনেক সংকটে তোর সঙ্গে কথা বলেছি বলেই বলছি– তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ।’
বিসিবিকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি আরও লিখেছেন– ‘ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটিকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু।’
প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনও অবসরে যাননি আবদুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট সংখ্যায় সবার ওপরে তিনি (৬৩৪)।
জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলে ২৭৯টি উইকেট পেয়েছেন রাজ্জাক। তিনি এখনও ক্রিকেট থেকে অবসরে যাননি। স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ, খেলেছেন এক ম্যাচ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি