ফাওয়াদের সেঞ্চুরি: শোয়েব আখতারের প্রশ্ন দায়ী কে?

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

ফাওয়াদের সেঞ্চুরি: শোয়েব আখতারের প্রশ্ন দায়ী কে?

স্পোর্টস ডেস্ক

১২ বছরের টেস্ট ক্যারিয়ারে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন পাকিস্তানের ব্যাটসম্যান ফাওয়াদ আলম। যেখানে অন্যান্য ব্যাটসম্যান এই দীর্ঘ সময়ে ম্যাচের সংখ্যায় হাফসেঞ্চুরি করে ফেলেন।

এর কারণ একটিই। জাতীয় দলে সবসময় উপেক্ষিত ছিলেন ফাওয়াদ আলম। আর সেই ফাওয়াদের ব্যাটে ভর করেই করাচি টেস্ট জয় করতে চলেছে পাকিস্তান।

প্রথম ইনিংসে প্রোটিয়া পেসারদের বোলিং তোপে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। আর দেশের মাটিতে প্রথম টেস্টে সুযোগ পেয়ে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন ফাওয়াদ।

পঞ্চম উইকেটে আজহারকে নিয়ে স্কোর বোর্ডে ৯৪ রান জমা করেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে (৩৩) নিয়ে ৫৫ ও সপ্তম উইকেটে ফাহিমকে নিয়ে ১০২ রান যোগ করেন তিনি।

আর ফাওয়াদ নিজে ২৪৫ রানে অনবদ্য ১০৯ রানের ইনিংসে খেলেন। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতকের দেখা পান তিনি।

ফাওয়াদের এমন ব্যাটিং পারফরম্যান্সের পর নতুন প্রশ্ন উঠেছে পাক ক্রিকেটাঙ্গনে। এতদিন কেন ফাওয়াদ আলম জাতীয় দলে সুযোগ পাননি। এই প্রশ্ন ছুড়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। ৩৫ বছর বয়সেও টেস্টের সংখ্যা ১০ ছাড়াতে পারেননি এ ব্যাটসম্যান, এর জন্য দায়ী কে? প্রশ্ন শোয়েবের।

বুধবার এক টুইটে শোয়েব আখতার লেখেন– চমৎকার ব্যাটিং করেছেন ফাওয়াদ। সত্যি অসাধারণ! আমি এখন জানতে চাই, এতগুলো বছর তাকে যে জাতীয় দলে নেওয়া হলো না তার জবাবটা কে দেবে?

টেস্ট ক্রিকেটে ফাওয়াদ আলমের অভিষেক হয়েছিল ২০০৯ সালে। তার পর একে একে পার হয়েছে প্রায় ১২ বছর। এখন পর্যন্ত তার টেস্টের সংখ্যা মাত্র সাত। রান করেছেন ৪০০।

অবশ্য বিষয়টি নিয়ে দুঃখ নেই ফাওয়াদের। দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক না পেলেও কোনো আফসোস নেই তার।

এ জন্য কাউকে দায়ী না করে ফাওয়াদ আলম বলেন, ‘আমি কাউকে দোষ দিতে চাই না। এ জন্য আমি নিজের ভাগ্যকে দোষারোপ করতে পারি। যদি এটা আমার ভাগ্যে থাকত, তা হলে কেউ তা কেড়ে নিতে পারত না। তবে আমি যখনই সুযোগ পেয়েছি, তখনই তার পূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা করেছি।’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
      1
16171819202122
23242526272829
30      
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ