আলাউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

আলাউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও খন্দকার মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এই মহতি কাজে দলমতের ঊর্ধ্বে উঠে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে চৌকিদেখীতে আলাউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় এক হাজার মহিলাদের মধ্যে শীতবস্ত্র, সাবান ও মাস্ক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি মরহুম আলাউদ্দিন চৌধুরীর কর্মময় জীবনের স্মৃতিচারণ ও ভূয়সী প্রশংসা করে বলেন, পিতার দেখানো পথ ধরে তার সুযোগ্য সন্তান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সহ তার পরিবারের সদস্যরা জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আলাউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সচিব নওশিন চৌধুরী শ্যামা।

আলাউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, মহানগর বিএনপির সহ সভাপতি ৪নং কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম, মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাবেক কমিশনার আবু নছর বকুল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আখতার হোসেন মিন্টু, মহানগর বিএনপির সদস্য শহীদুল ইসলাম মামুন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা যুদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মানিক, এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, শাহীবুর রহমান সুজান, জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, বিএনপি নেতা সুলতান আহমদ।

বক্তব্য রাখেন, সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের সদস্য সচিব, স্বেচ্ছাসেবকদল নেতা কামাল হাসান জুয়েল, জেলা বিএনপির সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম লোকমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শাহেদ আহমদ চমন, আলী আনসার, মামুন রাজ্জা রুমেল, তুহিন কান্তি নাগ, লুৎফুর রহমান, মামুন আহমদ মিন্টু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, আলী আকবর খান, রশিদুল হাসান খালেদ, দেওয়ান জাকির হোসেন খান, আবু আহমদ আনসারী, জুয়েল আহমদ জুবেদ, সল্টি দাস, ভিপি দেব শুভ, মালেক আহমদ, জাহেদ আহমদ, আবু হানিফ, দেওয়ান রেজা মজিদ, মাছুদ আহমদ কবির, মালেক আহমদ, মানিকুর রহমান মানিক, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সৈয়দ সারোয়ার রেজা, মিনহাজ পাঠান, কামরান হোসেন হেলাল, বুরহান উদ্দিন রাহেল, দুলাল আহমদ, বিমল দেবনাথ, রুবেল বকস, সৈয়দ শহীদ হোসেন সাবু, সৈয়দ শামীম, সৈয়দ আমির আলী, আজহারুল ইসলাম হাদী, আবির হোসেন মুহিন, সাইদ মাহমুদ ওয়াদুদ, খন্দকার মনিরুজ্জামান মনির, শাওন আহমদ ইমরান, আবুল কালাম শাহেদ, হাসান মঈন উদ্দিন মইনুল, সায়াদ আহমদ দিপক, পাবেল আহমদ, আব্দুস সালাম টিপু, তাহসিন মেহেদী প্রিন্স, কৃষ্ণ ঘোষ, ফাহিম রহমান মৌসুম, আজিজ খান সজিব, আমজাদ হোসেন, রাসেল আহমদ খান, তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, বাইন উদ্দিন, গোলাম রব্বানী, সাজ্জাদ হোসেন আরমান, সুলেমান আহমদ চমন, সাকিব আহমদ, জহিরুল ইসলাম আলাল, লিয়াকত আলী ইমন, মকসুদুল করিম, সৈয়দ মিনহাজ, মোস্তাফিজুর রহমান, নাজিম উদ্দিন, পারভেজ চৌধুরী, রুমন আহমদ, রিপন আহমদ, সাদ্দাম হোসেন, শাহীন আহমদ, সাইফুল ইসলাম উজ্জল, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মরহুম আলা উদ্দিন চৌধুরী, মরহুমা রেজিয়া খানম চৌধুরী, মরহুম সুয়েব চৌধুরী ও শহীদ মুরাদ চৌধুরী শিপার সহ সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ-বিদেশে অবস্থানরত পরিবার পরিজন, আত্মীয়স্বজন শোভাকাঙ্খিদের সুস্বাস্থ্য কামনা করা হয়। এবারের শীতবস্ত্র সামগ্রীর অর্থ প্রদান করেন আলা উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের অন্যতম পৃষ্টপোষক প্রবাসী ব্যবসায়ী কমিউনিটি নেতা ফারুক ফুয়াদ চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
      1
16171819202122
23242526272829
30      
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ