আজমিরীগঞ্জে দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাই, জনমনে আ ত ঙ্ক

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

আজমিরীগঞ্জে দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাই, জনমনে আ ত ঙ্ক

আজমিরীগঞ্জে দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাই, জনমনে আ ত ঙ্ক

আজমিরীগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌরসদরে দিনের আলোতে প্রকাশ্যে চাকু ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকাল আনুমানিক চারটায় আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজ ও আলী অটোরাইস মিলের মধ্যবর্তী গলিতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ছিনতাই আতংক বিরাজ করছে।

ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী সুত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা বিবেশ্বন দাস (৬২) গতকাল সোমবার হবিগঞ্জ জেলা শহরে চিকিৎসা শেষে মঙ্গলবার বিকালে আজমিরীগঞ্জ পৌরসদরের সমিপুরে বসবাসরত তার ছেলের বাসায় বেড়াতে আসেন। বিকাল আনুমানিক চারটায় তিনি পৌরবাজারে নিজের নাতি -নাতনীদের জন্য খাবারের জিনিষ কিনতে আসেন৷ কেনাকাটার পর তিনি সমিপুর ছেলের বাসায় ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছালে অপরিচিত এক যুবক তার পেটে চাকু ঠেকিয়ে তার সাথে থাকা নগদ ৪ শত টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী বিবেশ্বন দাস বলেন, বিকালে আমি নাতী নাতনীদের জন্য কিছু কেনার জন্য বাজারে আসি। ফেরার পথে উক্ত স্থানে পৌঁছার পর অপরিচিত এক যুবক আমার পেটে চাকু ঠেকিয়ে সাথে থাকা সব কিছু দিতে বলে৷ আমি প্রথমে উপরের পকেটে থাকা ২ শত টাকা ও মোবাইল ফোন দিয়ে দেই। মোবাইল ভাঙ্গা দেখে সে মোবাইল ফেরত দিয়ে আবার বলে, আরো টাকা আছে বের কর নইলে পেটে চাকু ডুকিয়ে দেব। পরে আমার নিচের পকেটে থাকা আরও ২ শত টাকা বের দেই, তারপর সে দৌড়ে পালিয়ে যায়। আমার কাছে ঐ টাকাই ছিল।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান, তামিম মিয়াসহ একাধিক ব্যাক্তি জানান, এর আগে আজমিরীগঞ্জ পৌরসদরে এমন ধরণের ঘটনা ঘটেনি। যদি দিনে দুপুরে এমন অপরাধের ঘটনা ঘটে তবে সাধারণ মানুষ কিভাবে কিভাবে চলাচল করবে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, পরস্পর লোক মুখে বিষয়টি জানতে পেরেছি। তবে ভুক্তভোগী বা ভুক্তভোগীর পরিবারের কেউ এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেননি।