নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরী করতে চাই: অনিক রায়

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরী করতে চাই: অনিক রায়

নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরী করতে চাই: অনিক রায়

দিরাই প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (NCP) আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে- কেন্দ্রীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক ও দিরাই শাল্লা আসনে এনসিপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অনিক রায় বলেছেন, ‘আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরী করতে চাই। যেই রাজনৈতিক বন্দোবস্তে গুরুত্বপূর্ণ হবে জনগণের অধিকার। আমরা ধর্মের নামে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরী করতে চাই না। আমরা চাই আমাদের মধ্যে একতা। আমরা চাই আমাদের মধ্যে ঐক্য। সেই ঐক্য হবে স্বাস্থ্যের অধিকারের জন্য, শিক্ষার অধিকারের জন্য। সেই ঐক্য হবে আয়ের বৈষম্য দূর করার জন্য। আমরা যে আন্দোলন শুরু করেছিলাম। তার নাম ছিল বৈষম্যহীন ছাত্র আন্দোলন।তাই যতক্ষণ পর্যন্ত সমাজের বিভিন্ন বৈষম্য দূর করতে না পারব, ততক্ষণ আমাদের লড়াই চলবে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সরকারের যা নিয়ম তার থেকে দিরাই উপজেলার মানুষ কি সরকারকে কম টাকা কর দেয়, তাহলে চিকিৎসার জন্য দিরাইয়ের মানুষকে কেন খরচ করে সিলেটে যেতে হয়। কেন আপনার সন্তানকে পড়াশোনার জন্য সিলেটে, ঢাকায় পাঠাইতে হয়। সুনামগঞ্জ দিরাইয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি কেন। স্বাধীনতার ৫৩ বছরে দিরাই -শাল্লার মানুষ কি পেয়েছে? এখনও আমাদের স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার নিয়ে কথা বলতে হয়। এখনও হাওরের কিছু গ্রাম আছে, যেখানে রাতের বেলা কেউ অসুস্থ হলে আল্লাহর নাম নেয়া ছাড়া আর কিছুই করার থাকে না।’

 

অনিক রায় বলেন, ‘আমরা শেখ হাসিনারে হটাইছি। আওয়ামী লীগের ফ্যাসিবাদ হটাইছি। এই হটানোর পরও যদি আগের দিরাই থেকে যায়। আগের বাংলাদেশ থেকে যায়। তাহলে এতো রক্ত দেয়ার কি মানে রইলো।’

বুধবার দিরাই গণমিলনায়তনে ইফতার পূর্ববর্তী আলোচনায় দিরাই উপজেলা এনসিপির সমর্থক মাওলানা উবায়দুল্লাহ তাহমিদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।