সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫
আগামী নির্বাচন প্রতিদ্বন্ধীতা হবে নতুন প্লেয়ারদের সঙ্গে- এম নাসের রহমান
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিগত সকল নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্ধী ছিল আওয়ামীলীগ। আওয়ামীলীগ এখন পালিয়ে গিয়ে গর্তে ঢুকেছে। তাই আগামী নির্বাচন প্রতিদ্বন্ধীতা হবে নতুন প্লেয়ারদের সঙ্গে। প্লেয়ার পাল্টে গেছে। আমরা প্লেয়ার ঠিক আছি। তবে আমাদের ওপন্যান্ট প্লেয়ার একটু পাল্টে গেছে। নতুন প্লেয়ারা খুব ঘুরাঘুরি করছে। কিন্তু সারা দেশের ন্যায় আমাদের মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর জনগনের পুরোপুরি আস্থা আছে। দলের অবস্থানও শক্তিশালী আছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, আমরা দেশে লাস্ট নির্বাচন দেখছি ২০০১-এ। এর পরে তো আর দেশে দৃশ্যত কোনো নির্বাচন হয়নি। নির্বাচন যা-ই হয়েছে, তা তামাশার নির্বাচন হয়েছে। তাই জুলাই বিপ্লবের পর নতুন স্বাধীনতা পেয়ে এদেশের মানুষ আগামী নির্বাচনটা ২০০১ সালের মতো জেনুইন নির্বাচন হবে বলে আশা করে।
তিনি বলেন, তারা (আওয়ামীলীগের ভোটারা) এখন আশ্রয় খুঁজে কোন দিকে যাবে? তাদের নেত্রীই তো তাদের দলকে মৃত্যু ঘটিয়ে দেশ ছেড়ে ওপারে পালিয়ে গেছে। এখন তাদের ভোটাররা আশ্রয় খুঁজছে।
নির্বাচনে আওয়ামীলীগ আসতে পারবে কিনা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে নাসের রহমান আরও বলেন, কয়েকদিন আগে একটা জরিপ হয়েছে, আওয়ামীলীগের ভোট ১৩ থেকে ১৪ পারসেন্ট মাত্র। ১৩ থেকে ১৪ পারসেন্ট ভোট যদি থেকে থাকে তাহলে সারাদেশে তাদের সীট পাবে কোথা থেকে ?
বেতরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খলিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ফরিদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত,মো.ফখরুল ইসলাম,বকসী মিসবাউর রহমান,মুজিবুর রহমান মজনু,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ আয়াছ আহমদ।
কাউন্সিল অধিবেশনে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পরে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচন হয়। এতে এমদাদ আহমাদ সিরাজ ২৩০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মো.শহীদ মিয়া। তার প্রাপ্ত ভোট ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন আতাউর রহমান। কাউন্সিলে মোট ভোটার ছিল ৪৫৯ টি। কাস্ট হয়েছে ৩৪৮ টি।
আগামী নির্বাচন প্রতিদ্বন্ধীতা হবে নতুন প্লেয়ারদের সঙ্গে- এম নাসের রহমান
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিগত সকল নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্ধী ছিল আওয়ামীলীগ। আওয়ামীলীগ এখন পালিয়ে গিয়ে গর্তে ঢুকেছে। তাই আগামী নির্বাচন প্রতিদ্বন্ধীতা হবে নতুন প্লেয়ারদের সঙ্গে। প্লেয়ার পাল্টে গেছে। আমরা প্লেয়ার ঠিক আছি। তবে আমাদের ওপন্যান্ট প্লেয়ার একটু পাল্টে গেছে। নতুন প্লেয়ারা খুব ঘুরাঘুরি করছে। কিন্তু সারা দেশের ন্যায় আমাদের মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর জনগনের পুরোপুরি আস্থা আছে। দলের অবস্থানও শক্তিশালী আছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, আমরা দেশে লাস্ট নির্বাচন দেখছি ২০০১-এ। এর পরে তো আর দেশে দৃশ্যত কোনো নির্বাচন হয়নি। নির্বাচন যা-ই হয়েছে, তা তামাশার নির্বাচন হয়েছে। তাই জুলাই বিপ্লবের পর নতুন স্বাধীনতা পেয়ে এদেশের মানুষ আগামী নির্বাচনটা ২০০১ সালের মতো জেনুইন নির্বাচন হবে বলে আশা করে।
তিনি বলেন, তারা (আওয়ামীলীগের ভোটারা) এখন আশ্রয় খুঁজে কোন দিকে যাবে? তাদের নেত্রীই তো তাদের দলকে মৃত্যু ঘটিয়ে দেশ ছেড়ে ওপারে পালিয়ে গেছে। এখন তাদের ভোটাররা আশ্রয় খুঁজছে।
নির্বাচনে আওয়ামীলীগ আসতে পারবে কিনা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে নাসের রহমান আরও বলেন, কয়েকদিন আগে একটা জরিপ হয়েছে, আওয়ামীলীগের ভোট ১৩ থেকে ১৪ পারসেন্ট মাত্র। ১৩ থেকে ১৪ পারসেন্ট ভোট যদি থেকে থাকে তাহলে সারাদেশে তাদের সীট পাবে কোথা থেকে ?
বেতরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খলিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ফরিদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত,মো.ফখরুল ইসলাম,বকসী মিসবাউর রহমান,মুজিবুর রহমান মজনু,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ আয়াছ আহমদ।
কাউন্সিল অধিবেশনে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পরে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচন হয়। এতে এমদাদ আহমাদ সিরাজ ২৩০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মো.শহীদ মিয়া। তার প্রাপ্ত ভোট ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন আতাউর রহমান। কাউন্সিলে মোট ভোটার ছিল ৪৫৯ টি। কাস্ট হয়েছে ৩৪৮ টি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি