সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫
চট্টগ্রামে নির্মাণশ্রমিক হত্যায় একজনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকায় ১৫ বছর আগে এক নির্মাণ শ্রমিককে খুনের মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই রায়ে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়।
বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আবদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হলেন নির্মাণ শ্রমিক সরবরাহকারী নজরুল ইসলাম। খালাস পাওয়া ব্যক্তি হলেন সাহাবুদ্দিন সায়েম। খুনের শিকার মঞ্জু মিয়া নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি নির্মাণ শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ আছে।
মামলার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৪ এপ্রিল রাতে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় জনৈক আরিফুর রহমানের প্লটে নির্মাণ কাজ করার সময় মঞ্জুকে শাবলসহ বিভিন্ন ভারী নির্মাণসামগ্রী দিয়ে উপর্যুপরি আঘাত করে খুন করা হয়। এ ঘটনায় তার স্ত্রী আছিয়া বেগম একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা তদন্ত শেষে পুলিশ ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে দুজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ গঠনের পর ১১ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন। আদালত পলাতক আসামি নজরুলের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।
চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, বায়েজিদে এক নির্মাণশ্রমিককে হত্যার দায়ে আসামি নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরেক আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
বিডিপ্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি