সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৫
নাইওরপুলে পালাচ্ছিল ওরা, পুলিশের ধাওয়া, অ স্ত্রসহ আটক
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে দুই অস্ত্রধারী যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে নাইওরপুল ও মিরাবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার জব্বার মিয়ার ছেলে মানিক ওরফে হীরা মিয়া (৪০) ও খাদিমপাড়ার ইসরাব আলীর ছেলে মোজায়েল আহমদ (২৮)।
তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশ জানায়, আজ বুধবার সকাল ৮টা থেকে নগরীর নাইওরপুল পয়েন্টে সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার। সকাল ৯টার দিকে শিবগঞ্জের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসতে থাকে। সেটিকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু তা না মেনে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই আরোহী মানিক ও মোজায়েল। এ সময় লেন পরিবর্তন করতে গিয়ে একটি রিকশায় ধাক্কা মারে মোটরসাইকেলটি। এতে আহত হন রিকশাচালক। ওই সময় একজনকে আটক করে পুলিশ।
অপরজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে ধাওয়া দিয়ে মিরাবাজার রোডের একটি গলি থেকে আটক করা হয়।
এসএমপি জানায়, আটককৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি