সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৫
সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিল
রমজান মাস সংযমের মাস। ব্যক্তিগতভাবে আত্মশুদ্ধির পাশাপাশি একটি সুন্দর সমাজ বিনির্মাণের চেষ্টা চালানোই-এ মাসের শিক্ষা। এক্ষেত্রে, সিলেট প্রেসক্লাব তার ঐতিহ্য অটুট রেখে সৌহার্দপূর্ণ সমাজ বিনির্মাণে অগ্রণী ভুমিকা পালন করছে।
মঙ্গলবার সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে আলোচকরা এসব কথা বলেন। নগরীর সুবিদবাজারস্থ ক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য লুৎফুর রহমান তোফায়েল।
প্রধান আলোচক বলেন, তাক্বওয়া অর্জনের জন্য মূলত আল্লাহতায়ালা ঈমানদারদের ওপর রোজা ফরজ করেছেন। সিয়াম সাধনা পাপ পঙ্কিলতা, কলুষতা, হিংসা-বিদ্বেষ, লোভ- লালসা, পরশ্রীকাতরতা, সংকীর্ণতা বিনাশ সাধন করে। রোজা উদারতা, ক্ষমা, মহত্ত্ব মানব কল্যাণ, ধৈর্র্য্য ও সহিষ্ণুতার মানবীয় গুণাবলীকে বিকশিত করে। কুপ্রবৃত্তিকে দমন করে রোজা আত্ম- সংযমের মহান শিক্ষায় জীবনকে সুন্দর ও শালীন করে তুলে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, ‘ইত্তেফাক খ্যাত’ সাবেক সভাপতি আবদুল মালিক চৌধুরী, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ক্লাবের আইন উপদেষ্টা এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ক্লাবের জীবন সদস্য কলামিস্ট আফতাব চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটস কাউন্সিলের কমিউনিকেশন্স অফিসার মাহবুব রহমান। ইফতারে ক্লাবের সাধারণ সদস্য, সহযোগী সদস্য, জীবন সদস্যরা স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা এহসান উদ্দিন। মোনাজাতে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত সিলেট প্রেসক্লাব সদস্য এটিএম তুরাবের রুহের মাগফেরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি