ছাতকে সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গেপ্তার

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

ছাতকে সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গেপ্তার

ছাতকে সেচ্ছাসেবকলীগের
সহ-সভাপতি গেপ্তার

ছাতক প্রতি‌নি‌ধি
ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রঞ্জন কুমার দাস (৫০)কে পু‌লিশ বি‌শেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ক‌রে‌ছে।
গত বৃহস্প‌তিবার বিকা‌লে উপ‌জেলার পৌরশহ‌রের এসআই সিকান্দর, এসআই রেজাউল, এসআই/আশরাফুলের নেতৃ‌ত্বে অ‌ভিযান চা‌লি‌য়ে লাফাজ সুরমা ঘাট এলাকা তার বা‌সা থে‌কে পু‌লিশ তা‌কে গ্রেপ্তার করেন।সে উপ‌জেলার সদর ইউপির বাউসা গ্রা‌মেে মতিলাল দাসের পুত্র।

তার বিরু‌দ্ধে ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০/০২/২০২৫খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15(3)/25D এর সন্দিগ্ধ আসামী হ‌লেন রঞ্জন কুমার দাস (৫০)।
এব‌্যাপা‌রে ও‌সি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন। ##

এ সংক্রান্ত আরও সংবাদ