গায়ে ধাক্কা লাগায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মা র ধ র, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫

গায়ে ধাক্কা লাগায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মা র ধ র, ভিডিও ভাইরাল

গায়ে ধাক্কা লাগায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মা র ধ র, ভিডিও ভাইরাল

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বেধড়ক মারধোর করা হয়েছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যার পর থেকেই একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) নুর আলম জানান, এক পাগলকে মারধোরের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠাই। পুলিশ যাওয়ার আগেই হামলাকারিরা পালিয়ে যায়। হামলার শিকার মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানতে আমরা চেষ্টা করছি। ভারসাম্যহীন কোনো মানুষের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। কিন্তু কেন এমনটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, আসামপাড়া বাজারের বাসিন্দা আব্দুল মোতালিবের সঙ্গে ধাক্কা লাগে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির। এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলে ব্যবসায়ী বকুল, মুকুল ও শেকুল লাঠি দিয়ে তাকে বেধড়ক লাঠিপেঠা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ