সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫
দোয়ারাবাজারে সামাদের খু*নি*দে*র বিচারের দাবিতে মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আব্দুস সামাদের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলার মহব্বতপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মহব্বতপুর বাজার কমিটির সভাপতি মারফত আলী, সহসভাপতি সামছুল ইসলাম, সেক্রেটারি পারভেজ হোসাইন, নজরুল ইসলাম, ব্যবসায়ী মাওলানা বাশির আহমদ, বাজার মসজিদের ইমাম আনোয়ার হোসেন, মুতালিব মিয়া, জফির আলী, চান মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার মুখ্য সংগঠক রাজিব আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খুনিরা শুধু ব্যবসায়ী আব্দুস সামাদকে খুন করেই ক্ষান্ত হয়নি। বরং তারা নিহত আব্দুস সামাদের মা ও স্ত্রীকেও হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করেছে। তারাও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই দ্রুত গ্রেফতার করে আব্দুস সামাদের খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।
উল্লেখ্য, গত ৮ মার্চ (শনিবার) পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪দিন পর বুধবার(১২ মার্চ) ভোরে মৃত্যুবরণ করেন আব্দুস সামাদ। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়াগড় গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র।
উল্লেখ্য, মারধরের ঘটনায় রবিবার (৯ মার্চ) নিহত আব্দুস সামাদের বড় ভাই আব্দুল মান্নান একই গ্রামের দিলাল, মিজান, সফিক, শরিয়ত, সাজ্জাদ, সমুজ, ওয়ারিছ ও নৌশাদসহ ১১ জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় মামলা দেন। পরে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
এবিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, অভিযোগ দায়েরের দিনই দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি