প্রকাশ্যে বরবাদের প্রথম গান, শাকিব-ইধিকার রোমান্স

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫

প্রকাশ্যে বরবাদের প্রথম গান, শাকিব-ইধিকার রোমান্স

প্রকাশ্যে বরবাদের প্রথম গান, শাকিব-ইধিকার রোমান্স
অনলাইন ডেস্ক

 

প্রকাশ্যে এসেছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রথম গান দ্বিধা। রোমান্টিক ধাঁচের এ গানে শাকিব খান ও ইধিকা পালের রোমান্স নজড় কেড়েছে!

ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শুক্রবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান ও গায়ক প্রীতমের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়।

বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু।

কিছুদিন আগের ‘বরবাদ’টিজার প্রকাশিত হয়েছে।

বিডি প্রতিদিন