সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
পাকিস্তানি পেসারদের সেরা মানতে নারাজ মঈন আলী
অনলাইন ডেস্ক
আইসিসি ইভেন্টে একের পর এক ব্যর্থতার গল্প লিখে চলেছে পাকিস্তান ক্রিকেট দল। অধিনায়ক, কোচ বদলালেও দলের পারফরম্যান্সে উন্নতি নেই বললেই চলে। এইতো কয়েকদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও ব্যর্থ হয়েছে পাকিস্তান।
একের পর এক ব্যর্থতায় দেশটির পেসারদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক কিংবদন্তি পেসাররাও। যে কারণে আগামী বিশ্বকাপের কথা চিন্তা করে এখনও নতুনদের সুযোগ দেওয়ার কথা বলছেন তারা। এবার একই প্রশ্ন তুললেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলীও।
বর্তমান সময়ে পাকিস্তানের পেস ত্রয়ী শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফকে প্রতিভাবান বললেও তাদের সেরা মানতে নারাজ মঈন। বর্তমান সময়ের সেরা পেসার কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মঈনের।
মঈন বলেন, ‘বিশেষ করে পাকিস্তানি পটভূমির লোকেদের মধ্যে এই ধারণা রয়েছে যে পাকিস্তানে সেরা পেসার রয়েছে। আমি বলি, না। তারা ভালো, কিন্তু তারা সেরা নয়।’
মঈন আরও বলেন, ‘নাসিম শাহ, শাহীন আফ্রিদি এবং হারিস রউফ খুব ভালো। আমাকে ভুল বুঝবেন না। আমি বলছি না যে তারা খারাপ, তবে তারা সেরাও নয়।’
অবশ্য কেবল যে এই প্রশ্ন মঈন তুলেছেন তা নয়। সম্প্রতি ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হওয়ার পর এই পেস ত্রয়ীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক কিংবদন্তি পেসাররাও। যে কারণে আগামী বিশ্বকাপের কথা চিন্তা করে এখনও নতুনদের সুযোগ দেওয়ার কথা বলছেন তারা।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি