সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
বাবার সঙ্গে বসে হামজা চৌধুরী। সংগৃহীত ছবি
আট নম্বর জার্সি পরে খেলতে চান হামজা
অনলাইন ডেস্ক
বাংলাদেশের হয়ে এএফসি বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। আজ ম্যানচেস্টার থেকে সরাসরি নিজের জন্মভূমি সিলেটে যান তিনি।
পরে হবিগঞ্জের বাহুবলে স্মানঘাটে হামজা তার বাড়ির সামনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠান শেষে ইফতারের পর বাড়ির উঠানে হবিগঞ্জ ও ঢাকা থেকে যাওয়া সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে হতে যাওয়া ম্যাচে কত নম্বর জার্সি নিয়ে মাঠে নামবেন হামজা তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল শুরু হয়ে গেছে। জানতে চাওয়া হলে তিনি উত্তরে জানান, ৮ নম্বর জার্সি পরে খেলতে চান তিনি। হামজা বলেন, ‘আমি ৮ নাম্বার জার্সি পরেই মাঠে নামতে চাইবো। ‘
বর্তমানে জাতীয় দলে ৮ নম্বর জার্সি পরে খেলছেন চন্দন রায়। তার আগে বাংলাদেশের হয়ে এই নম্বরে প্রতিনিধিত্ব করেছেন এমন ফুটবলারদের মধ্যে অন্যতম মামুনুল মামুন-এনামুল হক-সাদ উদ্দিনরা। হামজা নিজের পেশাদার ক্যারিয়ারে বেশ কটি জার্সি নম্বরে খেলেছেন। তার মধ্যে লেস্টার সিটির হয়ে ৩৮ নম্বর দিয়ে শুরু করলেও পরের তিন মৌসুম ২০ নম্বর ও সর্বশেষ দুই মৌসুম ১৭ নম্বর জার্সিতে খেলেছেন। আর বর্তমান ক্লাব শেফিল্ডে তার জার্সি নম্বর হচ্ছে ২৪।
আজ দেশের মাটিতে পা দেওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন হামজা। এয়ারপোর্ট থেকে শুরু করে হামজার বাসা সবখানেই শত শত মানুষের ঢল। হামজাকে নিয়ে বিভিন্ন আয়োজন, স্লোগানে স্লোগানে মেতে রয়েছে সবাই। এক নজর দেখার জন্য উপচে পড়ছে মানুষের ভিড়। দেশের মানুষের এমন ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে হামজা বলেন, ‘অনেক ভালো লেগেছে। আমি কল্পনাও করিনি এত মানুষ আসবে। সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’
মানুষের এত ভালোবাসায় বাড়তি চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাব হামজা বলেন, ‘কোনো চাপ নেই। মানুষ এখানে এসেছে, তারা আমাকে ভালোবাসা দিচ্ছে এতে কোনো চাপ অনুভব করছি না, বরং এটা আমাকে অনুপ্রাণিত করবে। ‘
বাংলাদেশের জার্সিতে ভালো কিছু করতে বদ্ধপরিকর হামজা বলেন, ‘এশিয়ান গেমস ২০২৬ এ বাংলাদেশ দলকে নিয়ে যেতে চাই। ‘
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি