সরকার এসেছে গিয়েছে, মানুষের কল্যাণ হয়নি: জামায়াত সেক্রেটারি

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

সরকার এসেছে গিয়েছে, মানুষের কল্যাণ হয়নি: জামায়াত সেক্রেটারি

সরকার এসেছে গিয়েছে, মানুষের কল্যাণ হয়নি: জামায়াত সেক্রেটারি

 

অনলাইন ডেস্ক

 

জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, বাংলাদেশে অনেক সরকার এসেছে এবং গিয়েছে, তবে মানুষের কল্যাণ হয়নি। আল্লাহর দেয়া বিধান সমাজে প্রতিষ্ঠা ব্যাতিত সমাজ কলুষযুক্ত হতে পারে না। সোমবার বরিশাল মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

সাংবাদিক, পেশাজীবি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে বরিশাল আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে অ্যাড. হেলাল আরো বলেন, গত বছরও মহানগর জামায়াত এই রকম একটা ইফতার মাহফিল করতে চেয়েছিল। কিন্তু প্রবল বাধায় সেটা হতে পারেনি। আজকে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দিপনা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল বাস্তবায়িত হচ্ছে। এখনো দেশে বিশৃঙ্খলা থেমে যায়নি। জুলুম এখনো চলমান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়।

মহানগরীর নায়েব আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলালের উদ্বোধনী বক্তব্যে দেন। মাহফিলে দেশ-জাতির মঙ্গল ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তি-সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন ঐতিহ্যবাহী করিম কুটির জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবায়দুল হক চান, বরিশাল দক্ষিন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর গোলাম রব্বানী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রিন্সিপাল প্রফেসর হারুনুর রশিদ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, বরিশাল ইসলামি ব্যাংক হাসপাতালের সুপার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদ প্রমুখ।

বিডি প্রতিদিন