বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ গঠন

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ গঠন

বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ গঠন

প্রেস বিজ্ঞপ্তি

বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এর পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। গত ০৭ জানুয়ারী বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর ২০২৫-২০২৭ সেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী নির্বাচনে একটি প্যানেল থাকায় নির্বাচন কমিশন নিম্নলিখিত ১১জন পরিচালককে বিয়ানীবাজার চেম্বারের অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর (২০২৫-২৭) মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করেন।

বিজয়ী পরিচালকবৃন্দদের মধ্য থেকে গত ১৩ মার্চ বৃহস্পতিবার অফিস বিয়ারার নির্বাচন অনুষ্টিত হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, ১ম সহ-সভাপতি এনাম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মাহদি সালেহীন, কোষাধ্যক্ষ এমরান হোসেন, পরিচালক মোঃ আমিনুর রশীদ, হাসান শাহরিয়ার, ফখরউছ সালেহীন নাহিয়ান, জুবায়ের আহমেদ, মোঃ ফয়জুল ইসলাম, মাহিন আহমদ সালেহিন ও ফখরুল জান্নাত।

নির্বাচন কমিশনার এডভোকেট রেজওয়ান আহমদ চৌধুরী বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর ২০২৫-২০২৭ মেয়াদের ১১ জনের পরিচালনা পরিষদের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচনী বোর্ডের সদস্য জাহাঙ্গীর আলম ও মোঃ তাজ উদ্দীন, আপীল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইফতেখার আলম শোয়েব ,সদস্য মোঃ সফরুল ইসলাম খাঁন ও মোঃ আব্দুস শুকুর।

এ সংক্রান্ত আরও সংবাদ