সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
দোয়ারাবাজারে ঝড়ে ল*ন্ড*ভ*ন্ড নুরে মদিনা শিবপুর মাদ্রাসা
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়াবাজারে মাদ্রাসায়ে নুরে মদিনা শিবপুর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। গত দুদিন ধরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান।
এ অবস্থায় বর্তমান ঝড়বৃষ্টি বাদলের দিনে নিয়মিত পাঠদানের অনিশ্চয়তায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, ১৫ মার্চ শনিবার রাত ১১ টার দিকে৷ প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে মাদ্রাসা ভবনের টিনের চালাই শুধু উড়িয়ে নেয়নি, বেঞ্চ-ডেস্কসহ মাদ্রাসার আসবাবপত্র তছনছ করে দেয়। তবুও থেমে নেই ক্লাস। খোলা আকাশের নিচে চলছে এখন পাঠদান।
সংশ্লিষ্ট সুত্রে জানায়, বিগত ২০২০ সালে এলাকার দানশীল ব্যক্তি হাজি আব্দুল জলিলের অর্থায়নে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটি। এরপর থেকে বিভিন্ন আর্থিক অনুদানের দ্বারা প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্লে- নার্সারি থেকে তৃতীয় শ্রেনি পর্যন্ত ৩৫০ জন শিক্ষার্থীর পাঠদানে নিয়োজিত রয়েছেন ১১ জন শিক্ষক।
শিক্ষার্থী আদিলুর রহমান ফারহান জানায়, ‘আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি ঝড় তুফানে ভেঙে যাওয়ায় বাধ্য হয়েই আমরা খোলা আকাশের নিচে ক্লাস করছি। দ্রুত ভগ্নদশা মাদ্রাসাটি সংস্কার করে পড়ালেখার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাই।’
শিবপুর গ্রামের আইয়ুব আলী জানান, ‘অনেক কষ্টে গড়া মাদ্রাসটি ঝড়ের কবলে পড়ে তছনছ হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে পাঠদান চলছে। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাই।’
মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ সালাতুর রহমান জানান, ঝড় তুফানে নুরানি মাদ্রাসাটি ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের ক্লাস করতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি শিক্ষকদেরও পাঠদানে কষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা ক্লাস বিমুখ হয়ে পড়বে। তাই দ্রুত মাদ্রাসাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে জোর দাবি জানাই।
দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, ঝড়ে প্রতিষ্ঠানটি বিধস্ত হওয়াতে খোলা আকাশের নিচে আপাতত পাঠদান চললেও দাপ্তরিক কার্যক্রম ব্যহত হওয়াটা সত্যি দুঃখজনক। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিসহ এলাকার বিশিষ্টজনরা যোগাযোগ করলে সাধ্যমত সরকারি সহায়তা করার চেষ্টা করব।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি