হবিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অ ভি যা ন, জরিমানা

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

হবিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অ ভি যা ন, জরিমানা

হবিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অ ভি যা ন, জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শাযেস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি উচ্ছেদ করা হয় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকে সহায়তা করেন মাধবপুর শাহাজী বাজার আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ারুলসহ একদল সেনাসদস্য।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস জানান, ওলিপুর বাজারে ফুটপাতে অবৈধ দোকান থাকায় অন্তত ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। বাকীদের সতর্ক করে দেয়া হয়েছে যাতে করে তারা দ্রুত নিজ নিজ দায়িত্বে সেখান থেকে সরিয়ে নেয়।

এছাড়াও একই এলাকার জুয়েল মিট হাউজ প্রতিষ্ঠানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ১ হাজার ও জুলফু মিট হাউজে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও বলেন, এমন অভিযান চলমান থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ