সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
সিলেটে জারা লেবু উৎপাদন ও রপ্তানী বিষয়ক কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম বলেছেন,দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে লেবু জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে হবে।লেবু ভিটামিন সি খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান ও দেশের অন্যতম অর্থকরি ফসল। বেশি করে উৎপাদন বাড়িয়ে এ জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে। তিনি দেশের পতিত জমিকে চাষাবাদের আওতায় এনে লেবুসহ অন্যান্য অর্থকরী ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
তিনি মঙ্গলবার সিলেট নগরীর ধোপাদিঘীরপারস্থ খামারবাড়ীতে নিরাপদ ও কোরেন্টাইন পোকা-মাকড়মুক্ত জারা লেবু উৎপাদন ও রপ্তানী বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাশ এর সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি’র পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিএফভিএপিইএ’র কনসালটেন্ট দীনেন্দ্র নাথ সরকার, ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টর (ডিএই) কোয়ারান্টাইন উইং এর অতিরিক্ত উপ পরিচালক ড.সঙ্গীতা মিত্র।
বাংলাদেশ হর্টিকালচারাল প্রডিউসার্স এন্ড এক্সপোর্টস এসোসিয়েশন এর আয়োজনে এগ্রো প্রডাক্টস প্রমোশন কাউন্সিল কার্যালয়ের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর কারিগরি সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী কর্মশালায় রপ্তানীযোগ্য জারা লেবু উৎপাদনকারী, সরবরাহকারী ও মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এতে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ৪৫ জন কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ আনিসুজ্জামান।
বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার,জারা লেবু চাষী সাইদুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি