সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
মেটার নতুন ফিচার ‘কমিউনিটি নোটস’
অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ‘মেটা’ এবার কনটেন্ট যাচাইয়ের জন্য নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে। এতদিন প্ল্যাটফর্মের তথ্য যাচাইয়ে তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকিং ব্যবস্থা ব্যবহার করা হতো। তবে এবার সেই ব্যবস্থা বদলে ‘কমিউনিটি নোটস’ নামের একটি নতুন ফিচার পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে।
এটি মূলত টুইটারের (এক্স) ২০২১ সালে চালু করা ফিচারের অনুরূপ। ১৭ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে এ সুবিধা চালু হয়েছে, যেখানে দুই লাখ ব্যবহারকারী অংশ নিতে পারছেন।
নতুন পদ্ধতিতে নির্দিষ্ট ব্যবহারকারীরা পোস্টের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ব্যাখ্যা বা নোট সংযুক্ত করতে পারবেন। এই কাজটি ফ্যাক্ট-চেকারদের পরিবর্তে সাধারণ ব্যবহারকারীরাই করবেন। শুধু ১৮ বছরের বেশি বয়সি এবং ছয় মাসের পুরোনো অ্যাকাউন্টধারীরা নোটস দিতে পারবেন। ব্যবহারকারীদের দেওয়া নোটগুলোর বিশ্লেষণে মেটার বিশেষ অ্যালগরিদম কাজ করবে, যা পোস্টের নির্ভরযোগ্যতা নির্ধারণে সহায়তা করবে।
মেটার দাবি, এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরাই যাচাইকৃত তথ্য যুক্ত করতে পারবেন, যা ভবিষ্যতে কনটেন্ট মডারেশনের কাজে ব্যবহৃত হবে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি