সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫
এমবাপের প্রত্যাবর্তন ম্যাচে হারলো ফ্রান্স
অনলাইন ডেস্ক
প্রায় ছয় মাসের বেশি সময় পর ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে নামলেন কিলিয়ান এমবাপে। কিন্তু অধিনায়ক হিসেবে তার প্রত্যাবর্তনটা সুখকর হলো না।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে ফ্রান্স। এ হারে সেমির স্বপ্ন কঠিন হলো এমবাপেদের। অন্যদিকে সেমির পথে অনেকটাই এগিয়ে গেছে ক্রোয়াটরা।
মুখোমুখি লড়াইয়ে ১০ ম্যাচের মাত্র ১টিতে জয়। সেই ক্রোয়েশিয়া ফ্রান্সের বিপক্ষে পেলো নিজেদের দ্বিতীয় জয়। ঘরের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো দলটি। কিন্তু আন্দ্রে ক্রামারিচের দুর্বল স্পটকিক ফিরিয়ে দেন গোলরক্ষক মাইক মিয়া। তবে ২৬ মিনিটে আন্তে বুদিমিরের গোলে ঠিকই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধের শেষ দিকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরিসিচ।
৬ মাস পর ফ্রান্সের হয়ে মাঠে নামা কিলিয়ান এমবাপ্পে ছিলেন নিজের ছায়া হয়েই। বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পাননি এই রিয়াল তারকা। পুরো ম্যাচে গোলের জন্য ১৬টি শট নিয়েও ব্যর্থ হয় ফরাসিরা। বিপরীতে মাত্র ৮টি শট নিয়েই সফল ক্রোয়াটরা।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি