সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫
হারের বৃত্তে পাকিস্তান; যা বললেন আফ্রিদি
অনলাইন ডেস্ক
সম্প্রতি হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান। ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ জিততে পারেনি। এবার নিউজিল্যান্ডের কাছে পর পর দুটি টি-টোয়েন্টি হেরেছে। পাকিস্তান ক্রিকেটের এমন বাজে অবস্থার দায় টিম ম্যানেজমেন্টকে দিলেন শহিদ আফ্রিদি।
নিউজিল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। যেখানে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় কিউইরা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাত্তা পায়নি পাকিস্তান। একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে এই সফরে যাওয়া পাকিস্তান সমালোচনার মুখে পড়েছে।
এই সিরিজের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি। তিনি বলেন, ‘কেবল ১০-১১ ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন প্রথম শ্রেণির ক্রিকেটারদের তারা পাঠিয়েছে। যেখানে স্পিনারদের প্রয়োজন ছিল, তারা পেসার বেছে নিয়েছে।’
পাকিস্তান জাতীয় দলের অনেক ব্যাটারদের বেসিক টেকনিক শেখাতে হচ্ছে। সম্প্রতি অফ-স্পিন খেলা শেখাচ্ছেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। জাতীয় দলে খেলা কোনো ক্রিকেটারের বেসিক নিয়ে কাজ করাটা ভালো হিসেবে নিচ্ছেন না আফ্রিদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান দলের এই পর্যায়ে এটা শেখানো উচিত নয়।’
অভিজ্ঞদের বিশ্রাম বা বিরতি দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন আফ্রিদি। তিনি বলেন, ‘ক্রিকেটারদের বিরতি দেওয়া প্রয়োজন, হোক সে বাবর আজম কিংবা অন্য কেউ।’
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি