সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয় প্রত্যাশার চেয়েও বেশি; দাবি পিসিবির
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০৭ কোটি টাকা) মুনাফা অর্জন করবে বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টটি আয়োজন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, এমন খবর প্রত্যাখ্যান করে পিসিবির মুখপাত্র আমির মির এবং প্রধান অর্থ কর্মকর্তা জাভেদ মুর্তজা সংবাদ সম্মেলনে জানান, এই টুর্নামেন্ট বোর্ডের আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলোর আপগ্রেডে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করেছে পিসিবি, এমন খবরকে উড়িয়ে দিয়ে আমির মির জানান, টুর্নামেন্টের সব খরচ আইসিসি বহন করেছে। মির আরও যোগ করেন, পিসিবি গেটমানি এবং টিকিট বিক্রির মাধ্যমে উল্লেখযোগ্যভাবে আয় করেছে।
মির বলেন, পিসিবি শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ২ বিলিয়ন রুপি আয়ের লক্ষ্য রেখেছিল, তবে তারা এই লক্ষ্যটি ছাড়িয়ে গেছে। অডিটের পরে, আমরা আইসিসি থেকে আরও অতিরিক্ত ৩ বিলিয়ন রুপি পাওয়ার প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, পিসিবির মোট রাজস্ব ২০২৩-২৪ অর্থবছরে ১০ বিলিয়ন রুপিতে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। মির বলেন, ‘বর্তমানে আর্থিকভাবে শক্তিশালী হওয়ার কারণে পিসিবি এখন বিশ্বের শীর্ষ তিনটি ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে স্থান পেয়েছে।’
পিসিবি ইতিমধ্যে ৪০ মিলিয়ন রুপি ট্যাক্স পরিশোধ করছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি