সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫
সিলেটে বিএমবিএফ এর মানববন্ধন
সংবাদ বিজ্ঞপ্তি
সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ৭০ জন নিরপরাধ ফিলিস্তিনি নাগরিক। রমজানের পবিত্র সময়ে এ ধরনের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেল ৩টায় সিলেট শহীদ মিনারের সামনে এই মানবন্ধনের আয়োজন করা হয়।
সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক টিপু চৌধুরীর উপস্থাপনায় সভাপতির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়নের ফাউন্ডেশনের সভাপতি মির্জা রেজওয়ান বেগ।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যা আর ভারতে মুসলিম নির্যাতন একই সূত্রে গাঁথা। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর ইসরাইলিদের চালানো বর্বর গণহত্যা বিশ্ব মানবতার জন্য কলঙ্ক। এটি শুধু আরব বিশ্বের নয়, মানবতার পৃথিবীকে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছে। আমরা চাই, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াক এবং তাদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করুক। বক্তারা আরও বলেন, এই নৃশংসতা শুধু ফিলিস্তিনের জন্য নয়, পৃথিবীর সকল নির্যাতিত মানুষের জন্য একটি বড় আঘাত। মানবাধিকার এবং শান্তির জন্য আমাদের সকলকে একত্রিত হতে হবে, যাতে এ ধরনের বর্বরতার অবসান ঘটে এবং মানবতা শোষণ থেকে মুক্তি পায়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেটের সিনিয়র সহসভাপতি আশরাফ আহমেদ, শিরিন চৌধুরী জালালাবাদ থানার আহবায়ক রেজাউল করিম, সদস্য হোসেন আহমদ, মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন। উপস্থিত ছিলেন, রাহাত, বেলাল আহমদ, মোঃ মালেক মিয়া, লক্ষণ দেব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি