রাতে পর্যটকদের নিরাপত্তায় সড়কে বসছে সোলার লাইট

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

রাতে পর্যটকদের নিরাপত্তায় সড়কে বসছে সোলার লাইট

রাতে পর্যটকদের নিরাপত্তায় সড়কে বসছে সোলার লাইট
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ও বিশ্বের ভ্রমণ পিপাষু পর্যটকদের কাছে রুপ বৈচিত্র্যপূর্ণ শ্রীমঙ্গল উপজেলা হিসেবে ব্যাপক পরিচিতি রযেছে। তাইতো প্রতিদিনই এখানে ছুটে আসেন হাজারো পর্যটক ও ভ্রমণ পিয়াসী মানুষ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশপাশের উঁচুনিচ পাহাড়-টিলা সেই সাথে সারিসারি চা বাগান, অসংখ্য ক্ষুদ্র জাতি গোষ্ঠির বসবাস এ জনপদে। বিভিন্ন জনগোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতিক বৈশিষ্ট এখানকার পর্যটন শিল্পকে অনেক সমৃদ্ধ করেছে । এখানে রয়েছে বিরল প্রজাতির উদ্ভিদ, নানা প্রজাতির বিচিত্র সব বন্যপ্রানী সমৃদ্ধ চির সবুজ বন লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা মিউজিয়াম, হাইলহাওরের বাইক্কাবিল ও মায়াবী প্রকৃতির অনন্য দর্শনীয় স্থান দার্জিলিং টিলা পর্যটকদের সবচেয়ে পছন্দের স্থান।
এলাকাবাসী জানান, জেলার পর্যটন খাতকে বিকশিত করার লক্ষ্যে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ইউডিজিপি প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলায় মহাজেরাবাদ-রাধানগর এবং নীলকন্ঠ-কালীঘাট সড়কের প্রায় ৯ কিলোমিটার সড়কে বসছে সোলার লাইট। যা রাতে অন্যরকম দৃশ্যে সৃষ্টি করবে। এই প্রকল্পের ব্যয় ধরা হচ্ছে ৪৩ লাখ টাকা। এ স্থানে সর্বমোট ১২৭টি সোলার লাইট স্থাপন করা হবে বলে জানান সংশ্লিষ্ট লোকজন। সোলার প্রকল্পটি বাস্তবায়ন করছে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে। চলতি সপ্তাহে কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন জানান, আমাদের জেলায় ট্যুরিষ্ট যারা আসবে তাদের নিরাপত্তার কথা ভেবে তারা যেন নির্বিঘ্নে এলাকায় চলাফেরা করতে পারে সেজন্য সড়কগুলোতে সোলাই লাইট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে জেলার কুলাউড়া থেকে বড়লেখা সড়কে সোলাই লাইট স্থাপন করায় রাতে চলাচলকারী যাত্রীরা সুফল পাচ্ছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ