সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫
ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া হলো আওয়ামী লীগ নেতাকে
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের রাজনগরে ডিবি পুলিশকে মারধর করে আওয়ামী লীগ নেতা মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. রাহেল হোসেন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২০ মার্চ রাত সাড়ে এগারোটায় উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন অফিসে। এদিকে রহস্যজনক কারনে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে ডিবি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন হাসিনা পতনের পর পলাতক ছিলেন। গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করতে ইউনিয়ন অফিসে গেলে চেয়ারম্যানের সহযোগীরা পুলিশের উপর চড়াও হয়ে চেয়ারম্যানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
নাম গোপন রাখার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় ইউনিয়নে একটি শালিস বৈঠক ছিল সেই সময় সাদা পোশাকে কয়েকজন ডিবি পুলিশ ইউনিয়ন অফিসে ঢুকে ইউনিয়ন চেয়ারম্যান রাহেল আহমদকে আটক করে। এসময় চেয়ারম্যানের গাড়িচালকসহ কয়েকজন সহযোগী ডিবি পুলিশের উপর চড়াও হয়ে চেয়ারম্যানকে ছাড়িয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে ডিবি পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সময় ইউনিয়নের সিসি টিভি ক্যামেরর ডিভাইস খুলে নিয়ে যায়।
এব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান রাহেল আহমেদের সাথে কথা বলতে তার মুঠোফনে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। এবিষয়ে মৌলভীবাজারের ডিবি ইন্সপেক্টর আবু জাফর বলেন আমরা একটা ইনফরমেশন পেয়ে ওই ইউনিয়নে গিয়েছিলাম। তবে সেখানে চেয়ারম্যানের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা সে প্রশ্ন এড়িয়ে যান।
শনিবার রাজনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন মুন্সিবাজার ইউনিয়ন অফিসে এরকম একটা ঝামেলার খবর পেয়ে পুলিশ ফোর্স গিয়েছিল তবে সেখানে কিছু পায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি