সনাতনীসহ সকল ধর্মের মানুষের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে-সুদীপ রঞ্জন সেন

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

সনাতনীসহ সকল ধর্মের মানুষের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে-সুদীপ রঞ্জন সেন

 

সনাতনীসহ সকল ধর্মের মানুষের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে-সুদীপ রঞ্জন সেন

সংবাদ বিজ্ঞপ্তি

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বলেছেন, সনাতনীসহ সকল ধর্মের মানুষের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। বিগত ১৭বছর এদেশের সনাতনী সহ বিভিন্ন ধর্মের মানুষের নাগরিক অধিকার ক্ষুন করে তাদের জায়গা জমি দখল করা হয়েছিল। বিগত ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বিএনপির নেতাকমীরা স্যখ্যালগু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিয়েছে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা ষড়যন্ত্র না করতে পারে৷ ভবিষ্যতে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরসহ সিলেটের সকল মন্দিরের অবকাঠামো উন্নয়ন করে যেতে চাই। সকল ধর্মের মানুষ যাতে নিরাপদে ও নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে প্রশাসনের পাশাপাশি গণমানুষের সংগঠন বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবে৷ সনাতনী ধর্মের আজকের বাৎসরিক পূজা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শ্রী শ্রী রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠানে ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এই কথাগুলো বলেন। শনিবার (২২মার্চ) দুপুর ২টার দিকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

নগরীর গোটাটিকরের পৈত্যপাড়া শ্রী শ্রী রক্ষা কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুমন কর্মকার এর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার গণসংযোগ বিষয়ক সম্পাদক ও মন্দির পরিচালনা কমিটির সদস্য উজ্জল রঞ্জন চন্দ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জন চন্দ্র ঘোষ, বিশিষ্ট আইনজীবী এড. বিপ্লব কান্ত দে মাধব, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মলয় লাল ধর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ঝলক আচার্য্য, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুন্না ঘোষ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা সুভাষ পৈত্য, অধ্যাপক প্রতাপ চৌধুরী, সহ সভাপতি লিটন পাল, অর্থ সম্পাদক মিঠুন পৈত্য, আইন সম্পাদক অমিত দত্ত অনুপ, সাংগঠনিক সম্পাদক অমেষ কর ও দেবাশীষ পাল, প্রচার সম্পাদক বাপ্পা পাল, দপ্তর সম্পাদক সুব্রত দে সুমিত, নির্বাহী সদস্য বিমল কান্তি দে, লিটন আচার্য্য, আমিত দত্ত, আশিষ সূত্রধর, সুষেন পাল, জীবন দেবনাথ, মিঠন ঘোষ প্রমুখ৷

এ সংক্রান্ত আরও সংবাদ