২৬নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

২৬নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ

২৬নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের গরীব ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে সিসিকের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মিজানুর রহমান লিমন এর উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
আব্দুল মানিক মিয়ার সভাপতিত্বে ও গোলাম কিবরিয়া আবিরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আতিকুর রহমান, এমরান হোসেন, আব্দুল কাদির, রুহুল আমিন, সোহেল আহমদ, তানভির আহমদ, আশরাফ আহমদ, রুহেল মিয়া, হোসেন আহমদ, বাবর মিয়, মিলাদ আহমদ, শাহদাত মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু দেশের দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। আমরা চাই দেশের সব পিছিয়ে পড়া মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক।
তারা আরও বলেন, গরীব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশ সমাজ এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে কাজ করে যেতে হবে। জাতি-বর্ণ নির্বিশেষে সকল দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য কাজ করে যেতে হবে। তাহলে সমাজ হবে উন্নত, দেশে হবে সমৃদ্ধি। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ