চীন-ভারত উত্তেজনা নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

চীন-ভারত উত্তেজনা নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :;

চীন-ভারত উত্তেজনা নিয়ে বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংসদে বক্তৃতায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে হওয়া সংঘর্ষ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তার মতে, পূর্ব লাদাখের উত্তেজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উদ্বেগজনক। আশা করব আলোচনার মাধ্যমেই এর সমাধান মিলবে। প্রায় একমাস ধরে চলা সীমান্ত উত্তেজনা প্রশ্নে এই প্রথম সরকারি বিবৃতি দিল ব্রিটেন।

কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য ফ্লিক ড্রুমন্ডের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এই মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ভারত ও চীনের নাম না করে ফ্লিকের প্রশ্ন করেন, কমনওয়েলথ দেশের সদস্য ও বিশ্বের বৃহৎ গণতন্ত্রের মধ্যে হওয়া সংঘাতে ব্রিটেনের ভূমিকা কী? এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরামর্শ, আমরা উৎসাহ দেব আলোচনার টেবিলে বসে দুই দেশ সমস্যা সমাধান বের করুক।

১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যাকায় চীন-ভারতের সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ ভারতীয় সেনা নিহত হন। তবে চীনের পক্ষ থেকে এক কমান্ডার নিহতের কথা স্বীকার করা হয়। তবে চীন হতাহতের বিষয়টি বিস্তারিত জানায়নি।

সূত্র: এনডিটিভি

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ