সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৫
একসাথে দুটির বেশি ডিম কিনতে পারছেন না আমেরিকানরা
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে ডিমের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। দেশটির অধিকাংশ দোকানে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘চাহিদা ও সরবরাহ কম থাকায় একসঙ্গে দুটি ডিমের বেশি কেনা যাবে না।’
এই সংকটের জন্য বার্ড ফ্লু মহামারিকে দায়ী করা হচ্ছে। ২০২২ সাল থেকে এই ভাইরাস যুক্তরাষ্ট্রের পোলট্রি শিল্পের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এখন পর্যন্ত দেশটিতে ১৫৬ মিলিয়নের বেশি মুরগি মারা গেছে, ফলে ডিমের সংকট তীব্র হয়েছে এবং দাম বেড়েছে অসহনীয় মাত্রায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর থেকে যুক্তরাষ্ট্রে ডিমের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, চলতি বছর দাম আরও ৪১ শতাংশ বাড়তে পারে।
এদিকে বাজারের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে বিপুল পরিমাণ ডিম আমদানির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গেও আমদানির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।
কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘স্বল্প মেয়াদে আমরা কয়েক শ মিলিয়ন ডিম আমদানির কথা ভাবছি।’
বিদেশ থেকে ডিম আমদানির পাশাপাশি দাম কমাতে ট্রাম্প প্রশাসন ১ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে খামারে ফ্লুজাতীয় রোগ বা বায়োসিকিউরিটি ব্যবস্থা জোরদারে ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ। ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নে ১০০ মিলিয়ন ডলার সহায়তা। কৃষকদের আর্থিক সহায়তায় ৪০০ মিলিয়ন ডলার বরাদ্দ।
কৃষিমন্ত্রী রোলিন্স বলেন, ‘আমরা বাণিজ্যিক ডিম উৎপাদনকারী খামারগুলোকে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা দেব এবং সুরক্ষিত রাখতে ৭৫ শতাংশ পর্যন্ত খরচ বহন করব।’
সোর্স: বিবিসি
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি