জনগণই ঠিক করবে রাষ্ট্র কে পরিচালনা করবে: টুকু

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

জনগণই ঠিক করবে রাষ্ট্র কে পরিচালনা করবে: টুকু

জনগণই ঠিক করবে রাষ্ট্র কে পরিচালনা করবে: টুকু

 

অনলাইন ডেস্ক

 

আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এবং জনগণই ঠিক করবে এই রাষ্ট্র কে পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার-সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।

শনিবার টাঙ্গাইলের পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই মুহূর্তে যেভাবে দেশে খুন, খারাপি হচ্ছে, শিশুরা ধর্ষিত হচ্ছে, এই পরিস্থিতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। সেখানে কোন হানাহানি থাকবে না, কোন বিদ্বেষ থাকবে না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।

তিনি আরও বলেন, আমি মনে করি তাদের (আওয়ামী লীগের) নামে যত অপরাধ আছে তার বিচার দ্রুত করা উচিত। সাড়ে সাত মাসে বিচারকাজ এখনো শুরুই হয়নি।

অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এড. মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর সরকার প্রমুখ।

বিডি প্রতিদিন