শ্রীমঙ্গলে চোরাই পিকআপসহ আটক-১

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

শ্রীমঙ্গলে চোরাই পিকআপসহ আটক-১

শ্রীমঙ্গলে চোরাই পিকআপসহ আটক-১

 

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১টি চোরাই পিকআপ গাড়িসহ তোফায়েল মিয়াকে আটক করেছে। গতকাল শনিবার(২২ মার্চ) শ্রীমঙ্গলের কুঞ্জবন এলাকা থেকে তোফায়েল মিয়া(২৬)কে আটক করা হয়।
আটককৃত তোফায়েল মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
রবিবার দুপুরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গত ১৮ মার্চ রাতে গাড়িচালক সোহেল মিয়া তার মাহিন্দ্রা পিকআপ গাড়ি রেখে তারাবির নামাজ পড়তে গেলে সিন্দুরখান বাজারের কেরাণী জামে মসজিদের সামনে থেকে তার গাড়িটি চুরি হয়।
চুরির অভিযোগ পাওয়ার পর শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুণসহ একটি টিম কাজ শুরু করে। তিনি জানান, আমাদের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থেকে গাড়িটি চুরি করে। তার দেওয়া তথ্য মতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে চুরি হওয়া পিকআপ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।