ইফতারের সময় জিন্দাবাজারে আ গু ন

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

ইফতারের সময় জিন্দাবাজারে আ গু ন

ইফতারের সময় জিন্দাবাজারে আ গু ন

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট মহানগরের জিন্দাবাজারে ইফতারের ঠিক আগ মুহুর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোন ক্ষয়ক্ষতি না হলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

 

 

রবিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জিন্দাবাজার সিতারা মেনশন এর সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর থেকে জিন্দাবাজার এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

 

 

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কিছু বৈদ্যুতিক তার পুড়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে পরে বলা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ